ক্যাম্পাস

রবির অর্থনীতি বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত

গান, আনন্দ, উল্লাস আর ফুলেল শুভেচ্ছায় একঝাঁক নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবি) অর্থনীতি বিভাগ। নবীনদের পদচারণায় বিভাগটিতে বিরাজ করছে সাজ সাজ রব।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের অ্যকাডেমিক ভবন-৩’র উদয়ন কনফারেন্স হলে ২০২৩-২৪ সেশনে ভর্তিকৃত শিক্ষার্থীদের বরণ করতে ফ্রেশার্স ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বিভাগের চেয়ারম্যান বিজন কুমারের সভাপতিত্বে ও প্রভাষক ইসরাত জাহানের সঞ্চালনায় এতে বিভাগের সব শিক্ষক ও শ্রেণি প্রতিনিধিরা বক্তব্য দেন।

বিভাগের চেয়ারম্যান বিজন কুমার নবাগতদের শুভেচ্ছা জানিয়ে বলেন, এ বিভাগের আদর্শ হলো দেশপ্রেম, মানবিকতার চেতনাকে ধারণ করে রবীন্দ্রনাথের আদর্শকে পাঠনের মাধ্যমে গবেষণা করা ও শিক্ষার্থীদের সেই আদর্শে তৈরি করা। কারিকুলাম এমন ভাবে সাজানো হয়েছে, যেন শিক্ষার্থীরা গ্রাজুয়েট হয়ে বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকতে পারে ও দক্ষ মানুষ হিসেবে বাংলাদেশের সেবা করতে পারে। অর্থনীতি বিভাগকে যদি একটি ফুলের সঙ্গে তুলনা করা হয়, তাহলে প্রতিটি শিক্ষার্থী সেই ফুলের একেকটি পাপড়ি আর প্রতিটি শিক্ষক একটি বৃন্ত।

এর আগে, অনুষ্ঠানের শুরুতে বিভাগটির বিগত দিনের নানা কার্যক্রমের তথ্যচিত্র প্রদর্শন করা হয়।