ক্যাম্পাস

র‍্যাগিং ও মাদক বন্ধে কুবি শিক্ষার্থীদের ৪ নির্দেশনা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) র‍্যাগিং ও মাদক বন্ধে সাধারণ শিক্ষার্থীদের প্রতি চারটি নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। 

নির্দেশনায় বলা হয়েছে- বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে নতুন ও পুরনো কোনো শিক্ষার্থীর প্রতি শারীরিক, মানসিক, মৌখিক ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে যেকোনো প্রকার হেনস্তা (র‍্যাগিং, বুলিং, বডিশেমিং, ইভটিজিং) নিষিদ্ধ; পরিচয়পর্বের নামে ক্যাম্পাসের অভ্যন্তরে ও বাইরে জড়ো করে ম্যানার শেখানো সম্পূর্ণ নিষিদ্ধ; নবীন শিক্ষার্থী নিজেকে ভিক্টিম মনে করে- এমন শারীরিক-মানসিক পীড়ন ও অশোভন আচরণ সম্পূর্ণ নিষিদ্ধ এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে মাদক ক্রয়, বিক্রয় ও সেবন সম্পূর্ণ নিষিদ্ধ।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবদুল হাকিম বলেন, র‍্যাগিং ও মাদক বন্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। কারো বিরুদ্ধে এ সব অভিযোগ প্রমাণিত হলে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাকে সাজা দেওয়া হবে।