ক্যাম্পাস

নোবিপ্রবিতে ৯৭ আসন খালি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে মোট ১ হাজার ৪০৪টি আসনের মধ্যে ১ হাজার ৩০৭টি আসনে শিক্ষার্থী ভর্তি হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ৩২টি বিভাগের মধ্যে চারটি বিভাগে পূর্ণ আসনে শিক্ষার্থী ভর্তি সম্পন্ন হয়েছে। তবে ২৮টি বিভাগে এখনো ৯৭টি আসন খালি রয়েছে।

রোববার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। 

জানা গেছে, ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগে দুটি, অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে দুটি, মাইক্রোবায়োলজী বিভাগে দুটি, অ্যাপ্লায়েড ম্যাথমেটিক্স বিভাগে তিনটি, ইংরেজি বিভাগে দুটি, ফুড টেকনোলজী অ্যান্ড নিউট্রিশন সায়েন্স বিভাগে একটি, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগে চারটি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে চারটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে চারটি, অর্থনীতি বিভাগে ছয়টি, বায়োটেকনোলজী অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে একটি, এগ্রিকালচার বিভাগে দুটি, পরিসংখ্যান বিভাগে পাঁচটি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে দুটি, ওশানোগ্রাফি বিভাগে চারটি, শিক্ষা বিভাগে আটটি, সমাজবিজ্ঞান বিভাগে একটি, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে ছয়টি, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগে তিনটি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজী বিভাগে একটি, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগে আটটি, বাংলা বিভাগে চারটি, আইন বিভাগে একটি, প্রাণীবিদ্যা বিভাগে পাঁচটি, শিক্ষা প্রশাসন বিভাগে তিনটি, সমাজকর্ম বিভাগে ছয়টি, রসায়ন বিভাগে একটি এবং পদার্থবিদ্যা বিভাগে ছয়টি আসন খালি রয়েছে। 

আরও জানা যায়, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ, ফার্মেসী বিভাগ, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগে পূর্ণ আসনে শিক্ষার্থী ভর্তি সম্পন্ন হয়েছে।

শূন্য আসনে শিক্ষার্থী ভর্তির বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ও ভর্তি কমিটির সচিব মোহাম্মদ তামজিদ হোসাইন চৌধুরী রাইজিংবিডিকে বলেন, ‘নোবিপ্রবি গুচ্ছভুক্ত হওয়ায় এককভাবে ভর্তি কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। গুচ্ছের কেন্দ্রীয়  সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালনা করছে। খালি আসনের ভর্তির বিষয়ে গুচ্ছের কেন্দ্রীয় সিদ্ধান্ত আসলে সে অনুযায়ি পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।’

এর আগে, নোবিপ্রবিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তির সময় বাড়িয়ে গত ১৮ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। ইতোপূর্বে গত ৬ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চূড়ান্ত ভর্তির সুযোগ পেয়েছিল ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।