দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইন্টার্নশিপ ভাতা পুনরায় চালুর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিজনেস স্টাডিজ অনুষদের শিক্ষার্থীরা।
রোববার (৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এ কর্মসূচি পালন করেন তারা।
এ সময় শিক্ষার্থীদের ‘বিএস এর সাথে বৈষম্য, মানি না মানবো না’, ‘২৪ এর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘আবু সাঈদের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘মুগ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘ফেরত চাই ফেরত চাই, অধিকার ফেরত চাই’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
আন্দোলনের অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, ‘বিগত সময়ে আমাদের সিনিয়র ভাই-বোনেরা বিবিএ ও এমবিএ এর ইন্টার্নশিপের জন্য টাকা পেতেন। বিবিএ’তে ৯ হাজার টাকা এবং এমবিএ’তে ১৮ হাজার টাকা পেলে আমাদের শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে সহজ হবে। আমরা অনেকেই গরীব পরিবার থেকে উঠে এসেছি। আমরা চাই, আমাদের ইন্টার্নশিপ ভাতা পুনরায় চালু করা হোক। একইসঙ্গে ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের ব্যাবস্থা করে বাস্তবিক বিজনেস স্টাডিজ নিশ্চিত করা হোক।’
এ বিষয়ে হাবিপ্রবি রেজিস্ট্রার অধ্যাপক ড. এম জাহাঙ্গীর কবির বলেন, ‘আমি আপনাদের বিষয়টি সম্পর্কে অবগত রয়েছি। আপনারা পূর্বে একটি স্মারকলিপি দিয়েছেন। ইন্টার্নশিপ ভাতাটি কয়েক বছর আগে বন্ধ হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ইউজিসির কাছে বিজনেস স্টাডিজ অনুষদের জন্য অর্থ বরাদ্দেরও চাহিদা দেওয়া হয়েছে। যখন ইন্টার্নশিপ ভাতা বন্ধ হয়েছে, তখন এ বিষয় নিয়ে কথা বলা দরকার ছিল। কিন্তু আপনারা বলেননি।’
তিনি বলেন, ‘উপাচার্য মহোদয় সবেমাত্র যোগদান করেছেন। তিনি বিজনেস স্টাডিজ অনুষদের এ বিষয়ে অবগত রয়েছেন। আমরা চেষ্টা করে দেখবো, এটা আবারও চালু করা যায় কিনা। ইউজিসি কর্তৃপক্ষেরও নীতিগত বিষয় জড়িত আছে।’