ক্যাম্পাস

শেষ হলো স্পার্ক ট্যাঙ্ক ২০২৪

ঢাকার সাভারের ন্যাশনাল ইন্সটিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চে (নিটার) প্রথমবারের মতো আয়োজিত ‘স্পার্ক ট্যাঙ্ক ২০২৪’ এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ৮টায় কেন্দ্রীয় খেলার মাঠে নিটার ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় দেশের ৬৫টি বিশ্ববিদ্যালয়ের অন্তত ৪৫০ প্রতিযোগী ছিলেন। গত ২৮ অক্টোবর থেকে শুরু হয়ে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের জন্য বিভিন্ন বিভাগে ৭৮ জন শিক্ষার্থী নির্বাচিত হন।

সকাল ১০টায় শুরু হয় ‘ব্যাটেলস অফ মাস্টারমাইন্ড’ এবং ‘কেস চ্যালেঞ্জ’ এর মাধ্যমে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু হয়। এরপর ধারাবাহিকভাবে ফটোগ্রাফিক এক্সিবিশন ও নিটার শিক্ষার্থীদের করা ডিজাইনে ফ্যাশন শো অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতা শেষে ব্যাটেলস অফ মাস্টারমাইন্ডে বিজয়ী হয় টিম ‘ব্রেইনস্টর্ম ড্যুয়ো’, প্রথম রানার আপ হয় টিম ‘ইন্ট্রেপিড’ এবং দ্বিতীয় রানার আপ হয় টিম ‘ফেব কোলাব’। কেস চ্যালেঞ্জে বিজয়ী হয় টিম ‘লাইট হাউস’, প্রথম রানার আপ হয় টিম ‘চশমা’ এবং দ্বিতীয় রানার আপ হয় টিম ‘সিসিলিয়ান ডিবেয়ার্স’।

ফটোগ্রাফি এক্সিবিশনে মোবাইল এবং ক্যামেরার আলাদা বিজয়ী ঘোষণা করা হয়। মোবাইল ফটোগ্রাফিতে বিজয়ী হন মো. মফিজুল ইসলাম, প্রথম রানার আপ হন খালিদ হাসান, দ্বিতীয় রানার আপ হন শাহীনুর সিদ্দিকী। ক্যামেরা ফটোগ্রাফিতে বিজয়ী হন এম. এ. রাফি, প্রথম রানার আপ হন মেহেদী হাসান, দ্বিতীয় রানার আপ হন মাহিন জামান।

তিনটি সেগমেন্টের বিজয়ীদের হাতে সম্মাননা স্মারকসহ ৬০ হাজার টাকার প্রাইজমানি তুলে দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল মিলস্ অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) চেয়ারম্যান শওকত আজিজ রাসেল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামিম গ্রুপের মানবসম্পদ বিভাগের প্রধান উম্মে আফিয়া আক্তার এবং যমুনা গ্রুপের কর্মকর্তা আব্দুল হাকিম প্রমুখ।

দিনব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতায় দিকনির্দেশক হিসেবে উপস্থিত ছিলেন নিটারের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. শাহরিয়ার সবুক্তাগিন। মিডিয়া পার্টনার হিসেবে ছিল, নিটার সাংবাদিক সমিতি (নিসাস) এবং নিটার ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফিক সোসাইটি।