জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলে আসন বরাদ্দের ঘোষণা দেওয়া হয়েছে। এর জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আঞ্জুমান আরা বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) প্রাধ্যক্ষ সাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে কিছু সংখ্যক আসন খালি আছে। এজন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিকট থেকে আগামী ১৭ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।
নির্ধারিত সময়ের মধ্যে লিঙ্কে লগইন করে আবেদন করতে অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধানে ২০২০ সালে ছাত্রীদের একটি মাত্র হল নির্মাণ করা হয়। তবে ছাত্রদের জন্য আবাসনের দাবি দীর্ঘদিনের হলেও তা আজও পূরণ হয়নি।