জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভেতরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিম রাচির নিহতের ঘটনায় ব্লকেড কর্মসূচি পালন করা শিক্ষার্থীরা দুপুরে সংবাদ সম্মেলনে এসে ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আট দফা দাবি পূরণে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন।
বুধবার (২০ নভেম্বর) মৃত্যুর ঘটনায় প্রধান ফটকের সামনে সড়কে বসে ‘জাহাঙ্গীরনগর ব্লকেড’ কর্মসূচি পালন করছিলেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা। এর এক পর্যায়ে দুপুর ১টার দিকে সংবাদ সম্মেলনে আসেন তারা।
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা আট দফা দাবি উত্থাপন করেন। সেগুলো হলো- ২৪ ঘণ্টার মধ্যে এ কাঠামোগত হত্যাকাণ্ডের যথাযথ বিচার করতে হবে, পর্যাপ্ত ল্যাম্পপোস্ট, ফুটপাথ ও স্পিড ব্রেকার স্থাপন করতে হবে, যানবাহন স্পিডমিটার বাস্তবায়ন করতে হবে।
আরও দাবিগুলো হলো, নিহতের পরিবারকে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে, মেডিকেল সেন্টারের জরুরি সেবার মানোন্নয়ন করতে হবে, রেজিস্ট্রেশনবিহীন সব যানবাহন ক্যাম্পাসে নিষিদ্ধ করতে হবে এবং রেজিস্ট্রেশন প্রদানে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, সব রিকশাচালকদের প্রশিক্ষণপূর্বক রেজিস্ট্রেশন দিতে হবে, অদক্ষ নিরাপত্তাকর্মীদের প্রত্যাহার করতে হবে এবং ২৪ ঘণ্টার মধ্যে সিসিটিভি ক্যামেরাগুলো সচল করতে হবে।
এ সময় তারা সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে মোমবাতি প্রজ্বলন কর্মসূচির ঘোষণা দেন।
এদিকে, বাদ যোহর নিহত আফসানা করিমের (রাচি) গায়েবানা জানাযার আয়োজন করেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত গায়েবানা জানাযায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য (প্রশাসন ও শিক্ষা), কোষাধ্যক্ষসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।