ক্যাম্পাস

চবিতে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

দ্বিতীয়বার সুযোগ রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১ মার্চ থেকে এ পরীক্ষা শুরু হয়ে চলবে ২২ মার্চ পর্যন্ত।

বুধবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন চবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।

জানা গেছে, ‘এ’ ইউনিটের পরীক্ষা আগামী ১ মার্চ, ‘বি’ ইউনিটের ৮ মার্চ, ‘সি’ ইউনিটের ১৫ মার্চ এবং ‘ডি’ ইউনিটের পরীক্ষা ২২ মার্চ অনুষ্ঠিত হবে। আরবি সাহিত্য ও ইসলামিক স্টাডিজ বিভাগের জন্য বি-২ নামে নতুন একটি উপ-ইউনিট গঠন করা হয়েছে। পূর্বের ন্যায় এবারও থাকবে সেকেন্ড টাইম (দ্বিতীয়বার পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ)। তবে সেকেন্ড টাইম অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর থেকে ৩ নম্বর কেটে নেওয়া হবে।

এ বিষয়ে চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১ মার্চ থেকে শুরু হবে। এবারও সেকেন্ড টাইম পরীক্ষা রাখার সিদ্ধান্ত হয়েছে। গত বছর সেকেন্ড টাইম পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর থেকে ৫ নম্বর কর্তন করা হয়েছিল। কিন্তু এবার আমরা তা কমিয়ে ৩ নম্বর করেছি।”

তিনি বলেন, “শিক্ষার্থীদের সুবিধার্থে  চট্টগ্রাম ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার কেন্দ্র রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”