কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুটি হলের নাম পরিবর্তন করা হয়েছে। একই সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ শিক্ষার্থী আব্দুল কাইয়ুমের নামে নতুন একটি হলের নামকরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ১০১তম সিন্ডিকেট সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার।
তিনি বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘বিজয় ২৪ হল’ এবং শেখ হাসিনা হলের পরিবর্তন করে ‘সুনীতি-শান্তি হল’ রাখা হয়েছে। এছাড়া নতুন ক্যাম্পাসের ছাত্রহল-১ এর নামকরণ করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ আব্দুল কাইয়ুমের নামে।
এদিকে, অপর এক সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষককে সিন্ডিকেট সদস্য করা হয়েছে। তারা হলেন, গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল হাকিম ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকার। এর মধ্যে ড. মো. আবদুল হাকিম বর্তমানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিষয়টি নিশ্চিত করে রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার বলেন, “অ্যাকাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত অধ্যাপক ড. মো. আবদুল হাকিম ও অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকারকে সিন্ডিকেট সদস্য করা হয়েছে।”
নতুন দায়িত্ব নিয়ে অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, “এটা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ জায়গা। আমাকে সম্মানিত করা হয়েছে। ধন্যবাদ প্রশাসনকে।”
এর আগে, কুবি শিক্ষার্থী আব্দুল কাইয়ুম গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী গণঅভুত্থানে ‘লং মার্চ টু ঢাকা’ কার্যক্রমে অংশগ্রহণ করলে সেখানে পুলিশের গুলিতে গুরুতর আহত হন। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে সাভারের এনাম মেডিক্যালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিৎিসাধীন অবস্থায় মারা যান আব্দুল কাইয়ুম।
এছাড়া, গত ৪ নভেম্বর শেখ হাসিনা হলের নাম পরিবর্তন করে ‘বিপ্লবী সুনীতি-শান্তি হল’ নামকরণ করার জন্য হলটির প্রাধ্যক্ষ বরাবর আবেদন করেছিলেন ওই হলের আবাসিক শিক্ষার্থীরা।