ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পানির ট্যাপ চুরির অভিযোগে এক চোরকে হাতেনাতে আটক করা হয়েছে।
রোববার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের তৃতীয় তলা থেকে তাকে আটক করেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা। পরে তার দেওয়া তথ্য মতে একই অভিযোগে বিশ্ববিদ্যালয় সংলগ্ন শেখপাড়া বাজার থেকে আরেক চোরকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
আটক দুজন হলেন, কুষ্টিয়া সদরের কমলাপুর এলাকার গিয়াস আলীর ছেলে হায়দার আলী (২৭) এবং একই উপজেলার চৌড়হাস এলাকার আব্দুল মোতালেবের ছেলে নাহিদ হাসান ধ্রুব (২৫)।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রোববার বেলা ১টার দিকে অভিযুক্ত হায়দার আলী বিজ্ঞান ভবনের তৃতীয় তলার ওয়াশরুমের পানির ট্যাপ খুলছিল। সেখানে দায়িত্বরত নিরাপত্তা কর্মী তাকে দেখে হাতেনাতে আটক করে প্রক্টর অফিসে নিয়ে আসেন। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগে একটি পানির ট্যাপ পাওয়া যায়।
পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ও বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সহযোগিতায় শেখপাড়া বাজারে অভিযান চালিয়ে নাহিদ হাসান ধ্রুবকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে আসে নিরাপত্তা কর্মীরা। তিনি হায়দার আলীর সহকারী বলে জানা গেছে। পরে বিকেল সাড়ে ৩টার দিকে তাদের ইবি থানা পুলিশে সোপর্দ করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, “আমরা মামলার বিষয়ে এখন অবধি কোনো সিদ্ধান্ত নেইনি। আমরা পরে থানায় গিয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নেব।”
গত ১৫-২০ দিন ধরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন থেকে প্রতিনিয়ত পানির ট্যাপসহ বিভিন্ন জিনিস চুরির ঘটনা ঘটছে। এতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তারা আগে থেকেই সতর্ক অবস্থানে ছিলেন। ফলে চুরির সময় হায়দার আলীকে হাতেনাতে আটক করতে সক্ষম হন নিরাপত্তা কর্মীরা।