শ্রী শ্রী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে চট্টগ্রামে এক আইনজীবীকে হত্যার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা।
এ সময় তারা ‘ইসকন তুই জঙ্গী, ফ্যাসিবাদের সঙ্গী’, ‘ভারতীয় আগ্রাসন, রুখে দাও রুখে দাও’, ‘উগ্রবাদের আস্তানা এই বাংলায় হবে না’, ‘দিল্লী না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’ ইত্যাদি স্লোগান দেন।
বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আরিয়ান খান রাকিব বলেন, “সংখ্যাগরিষ্ঠ হয়েও আজ আমরা সংখ্যালঘিষ্ঠ হয়ে গেছি। কীভাবে একজন আইনজীবীকে আদালতের সামনে কুপিয়ে হত্যা করার সাহস পায় তারা। কোনো উস্কানিতে আমরা পা দিবো না। আমরা দ্রুত এ হত্যার সুষ্ঠু বিচার চাই।”
আরেক শিক্ষার্থী তাহসান হাবিব বলেন, “ভারতের মদদপুষ্ট পতিত ফ্যাসিস্ট সরকার দেশ থেকে বিতাড়িত হওয়ার পরেও থেমে নেই। দেশকে অস্থিতিশীল করার জন্য সর্বদা অবৈধ ফান্ডিং করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় ইসকনকে লেলিয়ে দিয়ে আজ চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যাসহ কয়েকজনকে গুরুতর আহত করেছে। আমরা দ্রুত এটির সুষ্ঠু বিচার চাই।”
বর্তমান সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনারা এখনো কেনো জঙ্গী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করছেন না? অবিলম্বে ইসকনকে জঙ্গি সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করতে হবে।”
এর আগে, মঙ্গলবার বিকাল ৩টার দিকে চট্টগ্রাম আদালতের সামনে চিন্ময় প্রভুর সমর্থকদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন।