ক্যাম্পাস

তিতুমীর কলেজে বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদদের স্মরণসভা

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের উদ্দেশ্যে স্মরণসভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় কলেজটির শহীদ বরকত মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় বক্তারা বৈষম্যবিরোধী আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে এতে শহীদ ও আহতদের আত্মত্যাগকে স্মরণ করেন।

এ সময় তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রানী মণ্ডল বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমরা সবসময় সচেষ্ট। আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদদের আত্মার শান্তি কামনা করি।”

তিনি বলেন, “আন্দোলনে আহতদের কষ্ট দেখে আমরা গভীরভাবে মর্মাহত। তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। পরিবর্তিত সময়ের চাহিদা ও সংস্কারকে কাজে লাগিয়ে আমরা একটি বৈষম্যহীন, ন্যায়ের ভিত্তিতে সমাজ গড়ার স্বপ্ন দেখি, যেখানে সবার অধিকার নিশ্চিত হবে।”

এছাড়াও অনুষ্ঠানে তিতুমীর কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক কামাল উদ্দিন হায়দার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।