ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আল-কুরআন ইনস্টিটিউট এবং আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী।
রবিবার (৮ডিসেম্বর) বেলা ১১টায় অনুষদ ভবনের ৪২৭ নং কক্ষে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
নবনিযুক্ত উপ-উপাচার্য বলেন, “আমরা চেষ্টা করবো এ বিশ্ববিদ্যালয়ে একটি আল-কুরআন ইনস্টিটিউট এবং আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা করার।”
বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. আ.ব.ম. সাইফুল ইসলাম সিদ্দিকী।
অধ্যাপক ড. খান মুহাম্মদ ইলিয়াস হোসেনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, বিভাগের অধ্যাপক ড. আ ফ ম আকবর হোসাইন, অধ্যাপক ড. হাফেজ আবু নোমান মো. এরশাদ উল্লাহ, অধ্যাপক ড লোকমান হোসেন প্রমুখ।