ক্যাম্পাস

ইউজিসির প্রতিনিধি দলের পিরোজপুর বিশ্ববিদ্যালয় পরিদর্শন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) একটি প্রতিনিধি দল পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবিপি) পরিদর্শন করেছেন।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে তিন সদস্যের একটা প্রতিনিধি দল এ পরিদর্শন করেন।

ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খানের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক মো. এমদাদুল হক এবং পাবলিক বিশ্ববিদ্যালয় বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ নুর ইসলাম চৌধুরী।

ইউজিসির প্রতিনিধি দলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য আবাসিক হল হিসেবে ব্যবহারের জন্য সম্ভাব্য ভবন ও ফ্ল্যাটগুলো সরেজমিনে পরিদর্শন করেন।

এ ছাড়া তারা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ও একাডেমিক ভবনে ক্লাসরুম পরিদর্শনপূর্বক শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। একই সঙ্গে তারা প্রথম বর্ষ থেকে শিক্ষার্থীদের পড়াশোনায় মনযোগী হওয়ার পরামর্শ দেন।

পরে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে বিশ্ববিদ্যালয়কে আধুনিক মানের একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. অলক কুমার সাহা, বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন, প্রক্টর ড. মো. মুছা খান, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো. রফিকুল আলম, উপ-পরিচালক মো. আরাফাত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।