ক্যাম্পাস

শেখ হাসিনার শাসনামলকে ‘জাহেলিয়াতের যুগ’ বললেন হাসনাত আব্দুল্লাহ

আইয়ামে জাহেলিয়াতের সঙ্গে তুলনা করে শেখ হাসিনার শাসনামলকে ‘আওয়ামী জাহেলিয়ার যুগ’ বলে আখ্যা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে ‘জুলাই অভ্যুত্থানে ঢাকা কলেজের অবদান’ শিরোনামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্মৃতিচারণ ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমরা আইয়ামে জাহেলিয়া বা অজ্ঞতার যুগ সম্পর্কে শুনেছি। কিন্তু বিগত সরকার ফ্যাসিস্ট হাসিনা আমাদের অনেক দেখিয়ে দিয়ে গেলেন। হাসিনার শাসনামলে শুধু নিদিষ্ট একটা রাজনীতিক পরিবার কিংবা দল ছাড়া কেউ নিরাপদ ছিল না। তার গত সাড়ে ১৭ বছরে আওয়ামী জাহেলিয়া যুগ হওয়ার পিছনে আইনজীবী, পুলিশ, শিক্ষক, বুদ্ধিজীবী সমাজ দায়ী।”

তিনি বলেন, “ভবিষ্যৎ বাংলাদেশে আর কোন ফ্যসিস্টের যায়গা হবে না। অভিজ্ঞদের মতামত নিয়ে তরুণ প্রজন্ম আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবেন। এজন্য সাধারণ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী সদস্য মঈনুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস।

এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ হোসেন, কেন্দ্রীয় সমন্বয়ক নাজমুল, খান তালাত মাহমুদ রাফি, নুসরাত তাবাসসুম, তারিকুল ইসলাম, মোহাম্মদ রাকিবসহ জুলাই-আগস্টের আন্দোলনে ঢাকা কলেজের আহত ও নেতৃত্বদানকারী শিক্ষার্থীরা বক্তব্য দেন।

ঢাকা কলেজরর বীর মুক্তিযোদ্ধা শহীদ আ ন ম নজিব উদ্দিন খান অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় জুলাই-আগস্টে ঢাকা কলেজের ভূমিকা এবং ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে ছাত্র সমাজের করণীয় নিয়ে আলোচনা করেন বক্তারা।

এ সময় তারা বিগত সরকারের আমলে এবং জুলাই-আগস্টের নৃশংস বর্বরতা, সাইন্সল্যাবে নির্মমভাবে গুলি করে হত্যার ঘটনা ও অভিজ্ঞতা, ঢাকা কলেজ ছাত্রলীগের হেলমেট বাহিনীর আক্রমণ ও সন্ত্রাসী কর্মকাণ্ড তুলে ধরেন।