ক্যাম্পাস

সহপাঠীদের ক্রীড়া মিলনমেলা ‘ব্যাচম্যাটস ক্রিকেট ব্লাস্ট’

দেশব্যাপী এসএসসি-০৩ ও এইচএসসি-০৫ ব্যাচের সহপাঠীদের নিয়ে শুরু হয়েছে ক্রীড়া মিলনমেলা ‘ব্যাচম্যাটস০৩-০৫ ক্রিকেট ব্লাস্ট ২০২৪, সিজন-০৪’। 

১৩ ডিসেম্বর থেকে ‘ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও কলেজ’-এর তিনটি মাঠে এ টুর্নামেন্ট শুরু হয়। দেশের সব জেলা থেকে এবারের আসরে ২৪টি দল অংশগ্রহণ করে।

সোমবার (১৬ ডিসেম্বর) দ্বিতীয় পর্যায়ের খেলায় ‘নোয়াখালী রয়্যালস ০৩-০৫’ টসে হেরে ‘খুলনা রয়েল বেঙ্গল’ দলের বিপক্ষে ব্যাটিংয়ে নামে। 

‘নোয়াখালী রয়্যালস’ নির্ধারিত ১২ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করে। জবাবে ‘খুলনা রয়েল বেঙ্গল’ ১২ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৫ রানে থামে। ‘নোয়াখালী রয়্যালস’ ২২ রানে জয় পায়। ‘নোয়াখালী রয়্যালস’র আনিসুল ইসলাম ‘ম্যান অফ দ্য ম্যাচ’ নির্বাচিত হয়।

আগামী ২০ ডিসেম্বর কোয়ার্টার ফাইনালে ‘ফরগেটেন ওয়ারিয়র্স’র প্রতিপক্ষ হয়ে খেলবে ‘নোয়াখালী রয়্যালস’। আর ২৫ ডিসেম্বর ফাইনাল খেলার মাধ্যমে আসরের পর্দা নামবে।