ক্যাম্পাস

মফিজ লেকে মাছের পোনা অবমুক্ত

মফিজ লেকে মাছের পোনা অবমুক্ত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মফিজ লেকে ৩০ কেজি গ্রাস কার্প মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। 

রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে এস্টেট দপ্তরের উদ্যগে এ পোনা অবমুক্ত করা হয়েছে। এ কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

এ সময় এস্টেট দপ্তরের প্রধান মো. আলাউদ্দিনসহ বিভিন্ন দফতরে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এস্টেট দপ্তর জানিয়েছে, দীর্ঘদিন লেকটি পরিত্যক্ত অবস্থায় থাকায় প্রাথমিক অবস্থায় এ জাতের মাছ ছাড়া হয়েছে। পর্যাক্রমে রঙিন ও বাহারি প্রজাতির পোনা ছাড়া হবে।

উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “শিক্ষার্থীরা তাদের অবসর সময়ে মনোরঞ্জনের জন্য এ লেকে আসেন। মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে লেক আরো সুন্দর ও পরিচ্ছন্ন থাকবে।”

তিনি বলেন, “ভবিষ্যতে এ মাছ বড় হলে আমরা বিশ্ববিদ্যালয় পরিবার তা আহরণ করব। যা আমাদের পুষ্টি চাহিদা মেটাতে অবদান রাখবে।”