জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির প্রত্যাখ্যান করে এর প্রতিবাদে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন একাংশের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে প্রধান ফটকের সামনে পদবঞ্ছিত হয়ে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। মুরব্বি কমিটি, পকেট কমিটি, ছাত্রলীগের কর্মী, ক্যাম্পাস বহির্ভূত সান্ধ্যকালীন শিক্ষার্থীকে আহ্বায়ক কমিটিতে পদ দেওয়া হয়েছে ইত্যাদি বলে অভিযোগ করেন তারা।
এ সময় ‘বৈষম্যের কমিটি, মানি না মানবো না’, ‘আমরা সবাই তারেক সেনা, ভয় করি না বুলেট বোমা’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের।
পদবঞ্চিত নেতাকর্মীদের অভিযোগ, অছাত্র, অনিয়মিত ও ছাত্রলীগের কর্মী নিয়ে জবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি করা হয়েছে। এখানে ছাত্রলীগের সাবেক কমিটির অনেক সদস্য লোকজন রয়েছেন। আমরা এ কমিটিকে প্রত্যাখ্যান করছি। ত্যাগীদের মূল্যায়ন করে নতুন করে কমিটি দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।
বিক্ষোভ চলাকালে জবি ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুস শুকুর আইমান বলেন, “দীর্ঘদিন পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটি হয়েছে। এ কমিটিতে বিগত দিনে যারা আন্দোলন সংগ্রামে জীবন বাজি রেখে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে থেকেছেন, তাদের বাদ দিয়ে ‘মাই ম্যান সেটাপ’ করতে সিন্ডিকেটের মাধ্যমে পকেট কমিটি গঠন করা হয়েছে।”
তিনি বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে অ্যাক্টিভ নবম ও ১১তম ব্যাচের কাউকে কমিটিতে রাখা হয়নি। ছাত্রলীগ থেকে ৫ তারিখের পরে ছাত্রদলে যোগ দেওয়া ছেলেদের কমিটিতে রাখা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র না হয়েও এ কমিটিতে স্থান পেয়েছেন। সুতরাং এ কমিটি আমরা ৪৫ দিন নয়, একদিনও মানি না।”
স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. রায়হান হোসেন অপু বলেন, “যারা সদ্য সাবেক হয়েছেন, তাদের সামনে এনে রাজনীতির যে ইতিবাচক ধারা, সেটা ফিরিয়ে নিয়ে আসার জন্য আমরা চেয়েছিলাম ক্যাম্পাসে জুনিয়র কমিটি হোক। জুনিয়র কমিটি না হয়ে মুরুব্বিদের নিয়ে কমিটি হয়েছে। এছাড়াও ছাত্রলীগের তরিকুল-রাসেল কমিটির সদস্য নাহিয়ান বিন অনিককে এ কমিটির যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে। এছাড়া যারা ৫ আগস্টের পর ছাত্র রাজনীতিতে এসেছে তাদেরও কমিটিতে স্থান দেওয়া হয়েছে। আমরা চাই নিয়মিত ছাত্রদের হাতে রাজনীতি ফিরে আসুক।”
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজসহ রাজধানীর একাধিক শাখায় নতুন আহ্বায়ক কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ছাত্রদল। আলাদা আলাদা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের আংশিক আহ্বায়ক কমিটিতে রাষ্টবিজ্ঞান বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের মেহেদী হাসান হিমেলকে আহ্বায়ক এবং বাংলা বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের সামসুল আরেফিনকে সদস্য সচিব করা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১৯তম ব্যাচ ঢুকলেও আহ্বায়ক চতুর্থ ব্যাচ এবং সদস্য সচিব পঞ্চম ব্যাচ থেকে দেওয়া হয়েছে।