জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আইন বিভাগের শিক্ষার্থীরা একাডেমিক কাউন্সিলের সভায় তাদের তিন দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
রবিবার (২৯ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনে একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়। এ সময় ভবনের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
বিভাগের ৪৯ থেকে ৫১ ব্যাচের ফলাফল পুনর্মূল্যায়ন, ভর্তি পরীক্ষায় আইন অনুষদের (এফ ইউনিট) পরীক্ষা পৃথকীকরণ এবং স্থায়ী ভবন বরাদ্দ-এ তিন দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
এ সময় তারা ‘আইন বিভাগে অন্যায়, আর নয় আর নয়’, ‘আইনের আয়নাঘর, এবার তোরা বন্ধ কর’, ‘ভিসি যায় ভিসি আসে, আইনের দুঃখ বাড়ে’, ‘নতুন গাছে পুরান দুল, আইন বিভাগের নাই কুল’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
আন্দোলনরত শিক্ষার্থী ও আইন অনুষদ ছাত্র সংসদের কোষাধ্যক্ষ রফা রওনাক বলেন, আমাদের বিভাগের প্রথম ব্যাচ থেকে শুরু করে এখন পর্যন্ত ফলাফলগুলো প্রশ্নবিদ্ধ। সবার রেজাল্টের এত বাজে অবস্থা যে, এ ফলাফল দিয়ে চাকরি পাওয়া দুঃসাধ্য।”
তিনি বলেন, “পাশাপাশি আমাদের দাবি হলো, হয় এফ ইউনিটের পরীক্ষা স্বতন্ত্রভাবে নিতে হবে, অন্যত্থায় অন্যান্য ইউনিটগুলোকেও সমন্বিতভাবে পরীক্ষা নিতে হবে। আর আমাদের ভবন নির্মাণের বিষয়ে এখন পর্যন্ত আমরা প্রশাসনের কাছ থেকে কোনো আশ্বাস পাইনি। আমরা কোনো মৌখিক আশ্বাস চাই না, অবিলম্বে প্রশাসনকে লিখিতভাবে সিদ্ধান্ত দিতে হবে।”
এ বিষয়ে আইন অনুষদ ছাত্র সংসদের ভিপি আসিফুল হাসান অমিত বলেন, “দীর্ঘ প্রায় ছয় মাস যাবত আমরা আইন অনুষদের স্থায়ী ভবন ও ৪৯ ব্যাচ থেকে ৫১ ব্যাচের প্রশ্নবিদ্ধ ফলাফল পূনর্মূল্যায়নের দাবিতে আন্দোলন করে আসছি। প্রশাসন বারবার আশ্বাস দিলেও তদন্ত কমিশন গঠন ছাড়া কোন দৃশ্যমান ফল দেখতে পাইনি।”
তিনি বলেন, “ভবনের বিষয়েও কোনো সুষ্পষ্ট সিদ্ধান্ত আসেনি। দুটি ক্লাস রুমে আমাদের শ্রেণি কার্যক্রম পরিচালনা করা একেবারেই অসম্ভব। আমরা আইন অনুষদের সাধারণ শিক্ষার্থীরা আমাদের এসব নায্য দাবির বিষয়ে যথোপযুক্ত সিদ্ধান্ত নিয়েই ফিরব। একইসঙ্গে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী এফ ইউনিট পুনরায় চালু করে নতুন ভর্তি বিজ্ঞপ্তি দেওয়ার দাবি জানাচ্ছি। যদি আমাদের স্বতন্ত্র ইউনিটে পরীক্ষা নিতে না দেয়, তাহলে ঢাবির অনুরুপ জাবিতেও বি ইউনিটে কলা, আইন ও সমাজবিজ্ঞান অনুষদ সম্মিলিতভাবে পরিক্ষা নিতে হবে।”