ক্যাম্পাস

গণ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বাস আছে ‘আশ্বাসে’

গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের নির্বিঘ্নে যাতায়াাতের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত বাস চালু করেছে প্রশাসন। তবে শিক্ষার্থীরা নিয়মিত পাবলিক বাসে যাতায়াত করলেও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাদের জন্য কোনো ব্যবস্থা রাখা হয়নি। এ বৈষম্যমূলক আচরণে শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এদিকে, শিক্ষার্থীদের পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার জন্য বারবার প্রতিশ্রুতি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে কার্যকর কোনো পদক্ষেপ আজো নিতে দেখা যায়নি।

জানা গেছে, সড়ক দুর্ঘটনা, পরিবহন শ্রমিকদের অসদাচরণ, ভাড়া নিয়ে বিতর্ক, নারী শিক্ষার্থীদের যৌন হয়রানিসহ নানা কারণে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পরিবহন সুবিধার দাবি করে আসছেন। এ নিয়ে একাধিকবার বিভিন্ন মিডিয়ায় সংবাদও প্রকাশ হয়। তবুও টনক নড়েনি প্রশাসনের, আশ্বাস দিয়েই সময় পার করছে তারা।

সম্প্রতি এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে একটি পরিবহন কোম্পানির ১৭টি বাস আটক করেন শিক্ষার্থীরা। ওইসময় শিক্ষার্থীরা প্রশাসনের কাছে জোরালোভাবে বাসে দাবি করেন। তখনও প্রশাসন জানায়, জানুয়ারি থেকে মানিকগঞ্জ ও চন্দ্রা রুটে শিক্ষার্থীদের জন্য বাস চালু হবে। তবে তা আজও বাস্তবায়ন হয়নি।

এর আগে, ২০২২ সালের অক্টোবরে মানিকগঞ্জ ও চন্দ্রা রুটে দুটি বাস চালুর সিদ্ধান্ত নেয় প্রশাসন। এ প্রক্রিয়ার অংশ হিসেবে আগ্রহীদের থেকে তথ্য আহ্বান করা হয়। পরে গত বছর জুনে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রায় সোয়া কোটি টাকা মূল্যের দুটি শীতাতপ নিয়ন্ত্রিত নতুন বাসের ব্যবস্থা করা হয়।

আশোক লেল্যান্ডের ৫২ আসন বিশিষ্ট বাস দুটি ক্যাম্পাসে আনা হলে শিক্ষার্থী মহলে শুরু হয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া। সে সময় বাস দুটি পরীক্ষামূলকভাবে শিক্ষার্থীদের জন্য মানিকগঞ্জ ও চন্দ্রা রুটে চালু করার আশ্বাস দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের মধ্যে রাস্তায় সমস্যা থাকায় তা চালু করা সম্ভব হয়।

ওই দুইটি বাস গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতে জন্য উদ্বোধন করে গবি প্রশাসন। যাতায়াতের জন্য শিক্ষার্থীদের বাসের দাবি এবং তাদের প্রতিনিয়ত বিড়ম্বনার বিষয়টি উপেক্ষা করে ওই দুটি বাস উদ্বোধন করায় তাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

উদ্বোধনের ছবি-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই শুরু হয়েছে সমালোচনার ঝড়। অনেকে প্রশ্ন তুলেছেন, ‘গণ বিশ্ববিদ্যালয় কি শুধু শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের?’

ক্ষোভ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবির বলেন, “প্রশাসন শিক্ষার্থীবান্ধব হলে আগে সাধারণ শিক্ষার্থীদের জন্য বাস চালুর করত। পরে না-হয় শিক্ষক-কর্মকর্তাদের জন্য নতুন বাস চালু করতো, এতে কোন সমস্যা ছিল না। কিন্তু সাধারণ শিক্ষার্থীদের আবেগ নিয়ে তালবাহানা করেছে তারা। সাধারণ শিক্ষার্থীদের জন্য প্রশাসন কি করেছে? শিক্ষার্থীরা দাবি আদায়ে মাঠে নামবে।”

ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. কদর সরকার বলেন, “একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী উভয়ের জন্য বাস থাকবে, এটি স্বাভাবিক বিষয়। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় এর ব্যতিক্রম। এখানে শুধু শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বাস থাকে; শিক্ষার্থীদের জন্য কোন পরিবহন সুবিধা নেই।”

তিনি বলেন, “আমরা বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দিকে তাকালে দেখতে পাই, শিক্ষার্থীদের জন্য যথাযথ পরিবহন ব্যবস্থা রয়েছে। বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের যথাযথ ব্যবস্থা থাকলে শিক্ষার্থীর সংখ্যাও বাড়বে। তাদের উচিৎ ছিল শিক্ষার্থীদের জন্য আগে বাস চালু করার পর শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের জন্য বাস চালু করা।”

অন্যদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি পরপর দুইবার নোটিশ প্রদানের পরও শিক্ষার্থীদের থেকে পর্যাপ্ত সাড়া না পাওয়ায় বাসের ব্যবস্থা করা হয়নি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, “সে সময় আমরা শিক্ষার্থীদের থেকে তেমন সাড়া পাইনি। তবে বিভিন্ন সময় বিভিন্নভাবে গণপরিবহনে শিক্ষার্থী হয়রানির ঘটনা ও শিক্ষার্থীদের পরিবহন সুবিধা চালুর বিষয়ে বারবার দাবি জানানোর প্রেক্ষিতে আমরা শিক্ষার্থীদের জন্য দুটি বাস চালু করার সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি বলেন, “নতুন দুটি বাস শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য চালু করে শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত বাস ওয়ার্কশপে পাঠানোর কার্যক্রম চলমান। ওয়ার্কশপ থেকে বাস দুটি শিক্ষার্থীদের চলাচলের জন্য উপযুক্ত হলেই তাদের জন্য আমরা মানিকগঞ্জ ও চন্দ্রা রুটে পরিবহন সুবিধা চালু করব।