রাজশাহীর বিয়াম মডেল স্কুলে ‘স্কুলভিত্তিক কম্পিউটার প্রোগ্রামিং কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মশালার পাশাপাশি অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (৬ জানুয়ারি) রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একদল মেধাবী ও তরুণ শিক্ষার্থীর স্বেচ্ছাসেবামূলক প্লাটফর্ম ‘রাজশাহী জুনিয়র প্রোগ্রামার্স’ (আরজেপি) এ কর্মশালা আয়োজন করে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়াম মডেল স্কুল ও কলেজের অধ্যক্ষ শাহাদাত হোসেন। এছাড়া অতিথি হিসেবে ছিলেন সহকারী শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান বাপ্পী, রাজশাহী জুনিয়র প্রোগ্রামার্স এর প্রেসিডেন্ট তারেক আবরার ও পাবলিক রিলেশনস সেক্রেটারি ইশতিয়াক আহমদ আনান।
কর্মশালা পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন রুয়েট সিএসই শিক্ষার্থী মো. আশফাক আহামেদ ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সিএসই শিক্ষার্থী মো. ইসফার হোসেন।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, প্রযুক্তিভিত্তিক মেধাবী প্রজন্ম গড়তে হলে প্রোগ্রামিং চর্চার বিকল্প নেই। এ জন্য এখন থেকেই প্রস্তুত হতে হবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক কাজগুলোতে যুক্ত করার জন্য অভিভাবক ও শিক্ষকদের ভূমিকা রাখা উচিত।
স্কুল শিক্ষার্থীদের মাঝে প্রোগ্রামিং ও বিশ্লেষণধর্মী দক্ষতা বৃদ্ধির জন্য আরজেপির এ ধরনের স্বেচ্ছাসেবী কাজ আরও বেশি দরকার বলে মন্তব্য করেন বক্তারা।
অনুষ্ঠানে রাজশাহী জুনিয়র প্রোগ্রামার্স এর পক্ষ থেকে বিয়াম মডেল স্কুলের অধ্যক্ষকে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।