বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রশিবিরের ২০২৫ সালের কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি প্রকাশের মাধ্যমে দীর্ঘদিন পর প্রকাশ্যে এলো সংগঠনটি।
সভাপতি ও সেক্রেটারি নির্বাচন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে। এই কমিটি প্রকাশের মাধ্যমে দীর্ঘদিন পর প্রকাশ্যে আসলো বাকৃবি শাখা ছাত্রশিবির।
গত রবিবার (৫ জানুয়ারি) বাকৃবি শাখা শিবিরের সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত করা হয়। বুধবার (৮ জানুয়ারি) গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন নবনির্বাচিত সভাপতি ফখরুল ইসলাম।
তিনি জানান, কেন্দ্রীয় সভাপতির স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিত ভোটগ্রহণে তিনি সর্বাধিক ভোটপ্রাপ্ত হন। ফলাফল ঘোষণার পর শপথ পাঠ করান কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নূরুল ইসলাম সাদ্দাম।
তিনি আরো জানান, নবনির্বাচিত সভাপতি ফখরুল ইসলাম, সদস্যদের পরামর্শের ভিত্তিতে সাধারণ সম্পাদক হিসেবে আবু নাসির ত্বোহাকে মনোনীত করে নাম ঘোষণা করা হয়।
২০২৫ সালের জন্য নতুন নেতৃত্ব বাকৃবি শাখাকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত সভাপতি ফখরুল ইসলাম।