রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আতিয়ার রহমান।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এএমএম কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে রাবিপ্রবি আইন, ২০০১ এর ১০(১) ধারা অনুসারে চবির জীববিজ্ঞান অনুষদের ডিন ও প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আতিয়ার রহমানকে ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হলো।
শর্ত হিসেবে প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপাচার্য পদে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ বছর হবে। এ পদে দায়িত্ব পালনকালে তিনি তার বর্তমান বেতনের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন। বিধি অনুযায়ী তিনি পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।
এছাড়া বলা হয়েছে, তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। তবে রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যেকোন সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান ১৯৯০ সালে মাধ্যমিক ও ১৯৯২ সালে যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগ থেকে ১৯৯৬ সালে স্নাতক ও ১৯৯৭ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। জাপান থেকে পিএইচডি ও ডারবান থেকে পোস্ট ডক্টরেট সম্পন্ন করেন তিনি।
২০০৬ সালে চবির শিক্ষক হিসেবে পাঠদান শুরু করেন এবং অধ্যাপক পদে পদোন্নতি পান ২০১৯ সালে ৩০ সেপ্টেম্বর। সর্বশেষ তিনি এ বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন হিসেবে কর্তব্যরত ছিলেন।