ক্যাম্পাস

মাদক সেবনের দায়ে নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীর সিট বাতিল

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের এক কক্ষের চার শিক্ষার্থীর সিট স্থায়ীভাবে বাতিল করেছে হল প্রশাসন। মাদক সেবনের দায়ে তাদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি নোটিশে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, শেখ মুজিবুর রহমান হলের একাত্তর ব্লকের ৮৩১ নম্বর কক্ষে থাকা চার শিক্ষার্থীকে শুক্রবার (১০ জানুয়ারি) রাতে মাদক সেবনের সময় হাতেনাতে আটক করা হয়। প্রাধ্যক্ষ অধ্যাপক ড. সাইফুল ইসলামের নেতৃত্বে হল প্রশাসন এ অভিযান পরিচালনা করে।

এ বিষয়ে প্রাধ্যক্ষ অধ্যাপক ড. সাইফুল ইসলাম জানান, মাদক সেবনের দায়ে ওই চার শিক্ষার্থীর আবাসিকতা স্থায়ীভাবে বাতিল করা হয়েছে। পাশাপাশি আগামী সাতদিনের মধ্যে তাদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, হলের শিক্ষার্থীদের মাদক সেবনের ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। মাদক সেবন বা এর সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন ছাড় দেবে না।