জাতিসংঘ যুব ও ছাত্র সংগঠন বাংলাদেশ (ইউনিস্যাব) রাজশাহী বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী ‘ন্যাশনাল ইউথ লিডারশিপ সামিট-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) বিকেল ৫টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রায় দুই শতাধিক শিক্ষার্থীদের নিয়ে ইভেন্টের সমাপনী অনুষ্ঠিত হয়। ইভেন্টটির এ বছরের থিম ছিল ‘লিডারশিপ ইন দ্য ফেস অফ গ্লোবাল চ্যালেঞ্জেস সাসটেইনাবিলিটি এন্ড ইনভেশন’।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মাঈন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দীন খান, ছাত্র উপদেষ্টা আমীরুল ইসলাম কনক, রাবির অফিস অব দ্যা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অধ্যাপক ড. সাজ্জাদুর রহিম প্রমুখ।
তরুণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে অধ্যাপক মাঈন উদ্দিন খান বলেন, “সংগঠনটি তরুণ শিক্ষার্থীদেরকে বর্তমান চাকরি বাজারের চাহিদা অনুযায়ী যোগ্য হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন শিক্ষামূলক ওয়ার্কশপের মাধ্যমে শিক্ষার্থীদের পারদর্শী হিসেবে গড়ে তোলার পাশাপাশি একজন দক্ষ সংগঠক হিসেবে গড়ে তুলতে কাজ করছে ইউনিসেফ। দুই দিনব্যাপী ওয়ার্কশপে যারা অংশগ্রহণ করেছেন, তারা অন্যদের থেকে একধাপ এগিয়ে আছেন।”
দুই দিনব্যাপী এ প্রোগ্রামে দুইটি ওয়ার্কশপ, দুইটি প্যানেল ডিসকাশন, একটি প্রবলেম সলভিং সেশন ও একটি প্রেজেন্টশন অনুষ্ঠিত হয়। প্রতিটি প্যানেল থেকে একজন ইমার্জিন লিডার নির্বাচন করে তাদের সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।
এর আগে, শুক্রবার (১০ জানুয়ারি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রোগ্রামের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব।