ক্যাম্পাস

স্কোপাস র‍্যাংকিংয়ে বাকৃবির ১০ গবেষক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) গবেষণা ক্ষেত্রে অনন্য সাফল্যের নজির স্থাপন করেছে। ২০২৪ সালে স্কোপাস ইনডেক্স জার্নালের প্রকাশিত র‍্যাংকিং অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের নয়জন শিক্ষক ও একজন প্রাক্তন শিক্ষার্থী বিশ্বের সেরা গবেষকদের তালিকায় জায়গা করে নিয়েছেন।

সম্প্রতি এ র‌্যাংকিং প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে র‌্যাংকিংয়ে স্থান পাওয়া কয়েকজন শিক্ষক বিষয়টি নিশ্চিত করেছেন।

এ তালিকায় শীর্ষস্থান অর্জন করেছেন, মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. তানভীর রহমান, যিনি গত বছর ২০টি গবেষণাপত্র প্রকাশ করেছেন।

এরপরই তালিকায় রয়েছেন, কৃষি ব্যবসা ও বিপণন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. শাহজাহান। তারা উভয়েই গত বছর ১৮টি করে গবেষণাপত্র প্রকাশ করেছেন।

এছাড়া আরও কয়েকজন স্বনামধন্য গবেষক মানসম্মত জার্নালে তাদের গবেষণা প্রকাশের মাধ্যমে এ স্বীকৃতি অর্জন করেছেন।

তারা হলেন- একোয়া কালচার বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল হক, মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. গোলজার হোসেন ও অধ্যাপক ড. মোহাম্মদ তোফাজ্জল হোসেন, কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ইসমত আরা বেগম, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান খান ও সাবেক ছাত্র মো. ইমরান হোসাইন। 

এ অসাধারণ সাফল্য নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, “বাকৃবির এ অর্জন আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষণা ক্ষেত্রের উৎকর্ষ ও বিশ্বে আমাদের অবস্থানকে আরও সুসংহত করেছে। আমাদের শিক্ষক ও গবেষকরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এ মাইলফলক অর্জন করেছেন। আমি আশাবাদী, এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সবার একনিষ্ঠ প্রচেষ্টা আমাদের গবেষণা খাতকে আরো এগিয়ে নিয়ে যাবে। একত্রে কাজ করে আমরা বাকৃবির গৌরব আরও সমৃদ্ধ করব।”