ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর জোট ‘ঐক্যমঞ্চ’এর নতুন কমিটি গঠন করা হয়েছে।
এতে আহ্বায়ক হিসেবে বুননের সভাপতি নাহিদুর রহমান ও সদস্য সচিব হিসেবে সাহিত্য সংসদের সভাপতি পলাশ হোসেন মনোনীত হয়েছেন।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ঐক্যমঞ্চের কক্ষে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটি সাবেক আহ্বায়ক ইয়াশিরুল কবির সৌরভ। এ সময় ঐক্যমঞ্চের অধিভুক্ত ১২টি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সদস্য সচিব পলাশ হোসেন বলেন, “প্রতিটি সংগঠনের কার্যক্রম সঠিকভাবে করতে ও পিছিয়ে পড়া সংগঠনগুলোর কার্যক্রম এগিয়ে নিতে ঐক্যমঞ্চ ও ঐক্যমঞ্চের অন্তর্ভুক্ত সংগঠনগুলোকে আরো বেশি একে অপরের প্রতি আন্তরিক হতে হবে।”
আহ্বায়ক হিসেবে নাহিদুর রহমান ঐক্যমঞ্চের পরবর্তী কার্যক্রমে এর অধিভুক্ত সংগঠন গুলোকে স্বতস্ফুর্ত অংশগ্রহণের আহ্বান জানান।
বিদায়ী আহ্বায়ক ইয়াশিরুল কবির সৌরভ বলেন, “সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক অধিকার আদায়ে ঐক্যমঞ্চ কাজ করবে। এসব কাজে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আশা করছি। বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠনের যেকোন যৌক্তিক কাজে সামর্থ্যনুযায়ী সবসময় পাশে থাকব।”