জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ভর্তি পরীক্ষার প্রথমদিন ঢাকা-আরিচা মহাসড়কের তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এ সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাভার সেনানিবাসের মিলিটারি পুলিশ, ঢাকা জেলা পুলিশ ও সাভার উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ট্রাফিক ব্যবস্থাপনায় কাজ করছে।
পাশাপাশি পরীক্ষার্থীদের যাতায়াত সহজ করতে প্রতি ঘণ্টায় ঢাকার আসাদগেট থেকে বিশ্ববিদ্যালয়ের বিশমাইল গেট পর্যন্ত বাস সার্ভিস চালু করা হয়েছে।
সোমবার (১০ ফ্রেরুয়ারি) সকাল থেকেই মহাসড়কে যানজট নিরসনে সেনাবাহিনীর টিমকে কর্মব্যস্ত থাকতে দেখা যায়।
সেনাবাহিনীর দায়িত্বরত এক কর্মকর্তা বলেন, “গতকাল রবিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নিরাপত্তা শাখার প্রধান আমাদের সঙ্গে যোগাযোগ করেন। যানজটের কারণে ভর্তি পরিক্ষার্থীদের যাতে সমস্যা না হয়, এজন্য আমরা যানজট নিরসনে মহাসড়কে কাজ করছি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম বলেন, “যানজট নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাভার সেনানিবাসের মিলিটারি পুলিশ, ঢাকা জেলা পুলিশ ও সাভার উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ভোর থেকেই ট্রাফিক ব্যবস্থাপনায় কাজ করছে। ক্যাম্পাসে মোটরসাইকেল আনার অনুমতি দেওয়া হচ্ছে না। গাড়ি বিশ্ববিদ্যালয়ের ভেতরে নির্দিষ্ট স্থানে পার্কিং করছে। আমাদের এ কার্যক্রম পরীক্ষার শেষদিন পর্যন্ত চলমান থাকবে।”
বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসে দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক মো. আওলাদ হোসেন বলেন, “ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি ও কষ্ট লাঘব করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের কাছ থেকে কোন ধরনের ভাড়া চার্জ হবে না। প্রতি ঘণ্টায় ঢাকার আসাদগেট থেকে বিশমাইল পর্যন্ত একটি দ্বিতলা বাস চালু করার সিদ্ধান্ত হয়েছে। ভর্তি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমাদের বাস সার্ভিস চলতে থাকবে।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, “আমরা দেখেছি গতকাল অনাকাঙ্ক্ষিতভাবে ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং অভিভাবকেরা যানযটের কারণে সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেনি। এজন্য আজ স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর সহায়তায় সার্বিক ট্রাফিক সুশৃঙ্খলভাবে চলছে।”
তিনি বলেন, “আজ কোন যানজট নেই। একইসঙ্গে ঢাকার আসাদগেট থেকে প্রতি ঘণ্টায় বিশ্ববিদ্যালয়ের বিশমাইল পর্যন্ত ডাবল ডেকার বাস সার্ভিস রয়েছে। এ ব্যাপারে আমরা শতভাগ সফল।”