ক্যাম্পাস

৫ সহস্রাধিক শিক্ষার্থী নিয়ে বেরোবিতে গণইফতার

৫ সহস্রাধিক শিক্ষার্থী নিয়ে বেরোবিতে গণইফতার

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো শিক্ষার্থীদের উদ্যোগে গণইফতারের আয়োজন করা হয়েছে। এতে ৫ হাজারের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সোমবার (১৭ মার্চ) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মাঠে এ গণ ইফতার অনুষ্ঠিত হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর, রেজিস্ট্রারসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা। এছাড়াও জুলাই আন্দোলনে আহত রংপুর বিভাগের ছাত্রজনতাও উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীরা জানান, এমন আয়োজনে অংশ নিতে পেরে তারা দারুণ আনন্দিত। তাদের মতে, এর আগে বিশ্ববিদ্যালয়ে এত বড় পরিসরে ইফতারের আয়োজন হয়নি।

সাজু নামে শিক্ষার্থী বলেন, “এ ধরনের আয়োজন আমাদের সৌহার্দ্য শেখায়। আমরা চাই, এ উদ্যোগ অব্যাহত থাকুক।”

আরেক শিক্ষার্থী বলেন, “গণ ইফতারে অংশ নিয়ে সত্যিই অন্যরকম অনুভূতি হচ্ছে। জুলাই আন্দোলনে আহত ভাইয়েরাও আজ আমাদের সঙ্গে রয়েছেন, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের।”