অর্থনীতি

নিমতলায় ইসলামী ব্যাংকের ৩১৭তম শাখা উদ্বোধন

অর্থনৈতিক প্রতিবেদক : মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলায় উদ্বোধন হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩১৭তম শাখা।

 

সোমবার গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

 

প্রধান অতিথি হিসেবে নতুন এ শাখার উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক মো. জয়নাল আবেদীন।

 

তিনি বলেন, ‘ইসলামী ব্যাংক একটি ব্যতিক্রমধর্মী আর্থিক প্রতিষ্ঠান। বাস্তবভিত্তিক বিনিয়োগ কর্মসূচির মাধ্যমে দুখী মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করছে এ ব্যাংক। দারিদ্র্য বিমোচন তথা অভাবমুক্ত সমাজ গড়তে ইসলামী ব্যাংকের কল্যাণমুখী কার্যক্রম পরিচালিত হচ্ছে।’

 

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ আবদুল মান্নান বলেন, ‘সামাজিক দায়বদ্ধতামূলক ধারণা থেকেই ইসলামী ব্যাংকের জন্ম। ইসলামী ব্যাংক আর্থিক খাতে কল্যাণ বৃদ্ধি ও অকল্যাণ দূরীভূত করতে কাজ করছে।’

 

তিনি বলেন, ‘সার্বজনীন কল্যাণ নিশ্চিত করতে হলে উন্নয়নকে সর্বত্র ছড়িয়ে দিতে হবে। জনগণের সম্পদ জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার মাধ্যমে ইসলামী ব্যাংক সম্পদের বণ্টনমূলক সুবিচার নিশ্চিত করতে চায়।’

 

অনুষ্ঠানে ‘ইসলামী ব্যাংক ব্যবস্থার শ্রেষ্ঠত্ব ও সাফল্য’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা দক্ষিণ জোনপ্রধান মো. ওবায়দুল হক।

 

এ সময় আরো উপস্থিত  ছিলেন অডিট কমিটির চেয়ারম্যান হেলাল আহমদ চৌধুরী, পরিচালক মো. সাইফুল ইসলাম, ড. জিল্লুর রহমান, প্রফেসর ড. মো. সিরাজুল করিম, মিজানুর রহমান শরীআহ সুপারভাইজরি কমিটির ভাইস চেয়ারম্যান মুফতী ছাঈদ আহমেদ, ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এএএম হাবীবুর রহমান ও আবু রেজা মো. ইয়াহিয়া, সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ প্রমুখ।

     

রাইজিংবিডি/ঢাকা/২৬ ডিসেম্বের ২০১৬/নাসির/সাইফুল