নিজস্ব প্রতিবেদক : দেশের অন্যতম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ন্যানোসফট বন্দরনগরী চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। রোববার ঢাকায় ন্যানোসফট এর প্রধান কার্যালয়ে এক চুক্তি সম্পাদন অনুষ্ঠিত হয়। এই চুক্তির মাধ্যমে ন্যানোসফট চট্টগ্রামে তাদের কার্যক্রম শুরু করে। চুক্তিতে সই করেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী মোহাম্মাদ কামরুল হাসান ও চট্টগ্রাম ব্রাঞ্চ ইনচার্জ মোস্তফা ইমরান আহমেদ। চুক্তি অনুযায়ী আগামী ১ ফেব্রুয়ারি থেকে গ্রাহকরা বাড়ি-৮, রোড-১, ব্লক-এ, চাটগাঁ ঠিকানায় ন্যানোসফটের প্রোডাক্ট সেলস ও সাপোর্ট সার্ভিস পাবেন। মোহাম্মাদ কামরুল হাসান বলেন, ন্যানোসফট নতুন নতুন প্রোডাক্ট ও সার্ভিস দিয়ে আসছে। চট্টগ্রামবাসীকে গতিশীল এবং কোয়ালিটি সার্ভিস দেওয়ার লক্ষে বন্দরনগরী চট্টগ্রামে যাত্রা শুরু হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যানোসফট এর হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট গাজী আলিম আল রাজী, মুহাম্মাদ মাহবুব আলম, নাসিমুল আমিন, শাহাজাহন সাজু প্রমুখ। রাইজিংবিডি/ঢাকা/২৯ জানুয়ারি ২০১৭/আরিফ সাওন/সাইফ