অর্থনীতি

অবরোধের ফাঁদে পঞ্চগড় চিনিকল: আখমাড়াই বন্ধ

জেলা প্রতিবেদকপঞ্চগড়, ১৯ ডিসেম্বর: লাগাতার অবরোধে আখ পরিবহনে জটিলতায় বন্ধ হয়ে গেছে পঞ্চগড় চিনিকলের আখ মাড়াই। গত ১৩ ডিসেম্বর শুক্রবার পঞ্চগড় চিনিকলে চলতি মৌসূমের আখমাড়াই কার্যক্রম শুরু হয়। উদ্বোধনের পাঁচ দিনের মাথায় চিনিকল বন্ধ হওয়ায় চলতি মৌসূমে চিনি উৎপাদনের লক্ষমাত্রা অর্জনে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এদিকে সময়মত সরবরাহ করতে না পারলে জমিতে আখ শুকিয়ে লোকসানের আশঙ্কা করছেন আখচাষিরা।চিনিকল সূত্রে জানা গেছে, কয়েক দফা অবরোধের কারণে নির্ধারিত সময়ের এক সপ্তাহ পর গত ১৩ ডিসেম্বর শুক্রবার পঞ্চগড় চিনিকলে আখমাড়াই কার্যক্রম শুরু হয়। চলতি মৌসূমে ৭৫ হাজার টন আখমাড়াই করে পাঁচ হাজার ২৫০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়  সাত শতাংশ।চিনিকলের ইক্ষু জোনের আওতায় চার উপজেলায় ৩০টি আখ ক্রয় কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্র থেকে প্রতিদিন ৪৪টি ট্রাক্টরের মাধ্যমে চিনিকলে আখ সরবরাহ করা হয়। এছাড়া মিলগেটে রয়েছে আরও দুইটি আখ ক্রয়কেন্দ্র। এখানে সদর উপজেলার চাষিরা নিজস্ব পরিবহনে সরাসরি আখ সরবরাহ করে থাকেন। উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত মাত্র দুই হাজার ৬৭০ টন আখ পরিবহন করে মাড়াই শেষে ৭১ টন চিনি উৎপাদন করা হয়। বর্তমানে অবরোধের কারণে পরিবহনের মাধ্যমে চিনিকলে আখ সরবরাহে জটিলতা দেখা দেয়। সংকট নিরসনে চিনিকল কর্তৃপক্ষ আখ পরিবহন অবরোধের আওতামুক্ত রাখতে স্থানীয় ১৮ দলীয় জোট নেতাদের প্রতি আহবান জানান। কিন্তু ১৮ দলীয় নেতারা এর দায়-দায়িত্ব নিতে অস্বীকার করলে বুধবার সকাল থেকে আখ সংকটে চিনিকলে আখমাড়াই কার্যক্রম বন্ধ হয়ে যায়।সদর উপজেলার চাকলাহাট এলাকার আখচাষি আমিরুল ইসলাম বলেন, এমনিতেই নির্ধারিত সময়ের এক সপ্তাহ পরে চিনিকল চালু করা হয়। সময় মতো চিনিকলে আখ সরবরাহ করতে না পারলে জমিতে আখ শুকিয়ে এর ওজন কমে যাবে। এতে আমরা ব্যাপক লোকসানের মুখে পড়বো।চিনিকল শ্রমকি ইউনিয়নের সভাপতি মো. জামাল হোসেন বলেন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমএ মজিদকে চিনিকলের আখ পরিবহনের ট্রাক্টর অবরোধের আওতায়মুক্ত রাখতে অনুরোধ করা হয়েছিল। রাতেও আখ পরিবহনের ব্যাপারে তারা সম্মত হয়নি।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমএ মজিদ বলেন, চিনিকলের আখ পরিবহনে নিয়োজিত ট্রাক্টর অবরোধের আওতামুক্ত রাখতে আখচাষি কল্যাণ সমিতি ও মিল কর্তৃপক্ষ অনুরোধ করেছেন। কিন্তু আমরা এর দায়-দায়িত্ব নিতে পারব না বলে জানিয়ে দিয়েছি।চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এসএম আব্দুর রশীদ বলেন, বুধবার সকাল থেকে আখ সংকটে চিনিকল বন্ধ রয়েছে। আখ সরবরাহ স্বাভাবিক হলে দ্রুত চিনিকল চালু করা হবে।

 

রাইজিংবিডি / হাসিবুল / রাসেল