অর্থনীতি

ডিএসই ওয়েবসাইটে যান্ত্রিক ত্রুটি

যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে।

সোমবার দুপুর ২টা ১৫ মিনিট থেকে ডিএসইর ওয়েবসাইটে যাওয়া যাচ্ছে না। দুপুর ২টা ৫০ মিনিট পর্যন্ত একাধিকবার চেষ্টা করে ডিএসই ওয়েবসাইটে যাওয়া যায়নি।

আজ সকালেও ডিএসইর ওয়েবসাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। ফলে প্রায় সোয়া ১ ঘণ্টা পর লেনদেনের তথ্য হালনাগাদ শুরু হয়েছে। সকাল ১০টা ৫৬ মিনিট থেকে ডিএসইতে লেনদেনের তথ্য বন্ধ হয়ে যায়। প্রায় ১ ঘন্টা ১৮ মিনিট পর দুপুর ১২টা ১৪ মিনিট থেকে ডিএসইতে তথ্য হালনাগাদ শুরু হয়।

এ বিষয়ে ডিএসইর পক্ষ থেকে জানান হয়, রাউটারে সমস্যার কারণে এমনটি হচ্ছে। দ্রুত এ সমস্যা সমাধানে কাজ চলছে। ঢাকা/নাসির/ইভা