দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার (২৭ জুন) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি শেয়ারের দাম বেড়েছে মতিন স্পিনিংয়ের। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে এসেছে। এছাড়া ডিএসইর দাম বাড়ার তালিকায় থাকা ১০টির মধ্যে ৮টি-ই হচ্ছে বস্ত্র খাতের কোম্পানি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার লেনদেন শেষে মতিন স্পিনিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৭.৮০ টাকা। রোববার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর বেড়ে দাঁড়িয়েছে ৫২.৫০ টাকায়। ফলে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪.৭০ টাকা বা ৯.৮৩ শতাংশ।
এদিকে ডিএসইর দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সোনারগাঁও টেক্সটাইল ৯.৭৫ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজ ৯.৭০ শতাংশ, আর্গন ডেনিমস ৯.৬৮ শতাংশ, জাহিন স্পিনিং ৯.৬৩ শতাংশ, হা-ওয়েল টেক্সটাইল ৯.৬১ শতাংশ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ৯.৫১ শতাংশ, কুইন সাইথ টেক্সটাইল ৯.০৩ শতাংশ, জাহিন টেক্সটাইল ৮.১০ শতাংশ এবং শাশা ডেনিমসের ৭.০৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।