দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে মোট লেনদেনে বেক্সিমকোর অবদান ছিল ৪.৭৩ শতাংশ। সাপ্তাহিক লেনদেন পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
গত সপ্তাহে বেক্সিমকোর ২৬৫ কোটি ৯৮ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। কোম্পানির শেয়ার সর্বশেষ ৮৯.৫০ টাকায় বেচাকেনা হয়।
ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনে ৪.০৭ শতাংশ অবদান রেখেছে। কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ২২৯ কোটি ৬ লাখ ১৬ হাজার টাকা। কোম্পানির শেয়ার সর্বশেষ ১৫৪.৩০ টাকায় বেচাকেনা হয়।
লেনদেনে তৃতীয় অবস্থানে ছিল মালেক স্পিনিং মিলস লিমিটেড। কোম্পানির ১২০ কোটি ৫৪ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। কোম্পানিটি ডিএসইর মোট লেনদেনে ২.১৪ শতাংশ ভূমিকা রেখেছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ৩১.২০ টাকায় বেচাকেনা হয়েছে।
গত সপ্তাহে ডিএসইর লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে- স্কয়ার ফার্মাসিউটিক্যালস, কুইন সাউথ টেক্সটাইল মিলস, ডাচ-বাংলা ব্যাংক, ম্যাকসন্স স্পিনিং মিলস, ড্রাগন সোয়েটার, কেয়া কসমেটিক্স, কাট্টালি টেক্সটাইল লিমিটেড।