অর্থনীতি

আবারও নতুন রেকর্ড গড়লো ডিএসই’র ৩ সূচক

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১২ আগস্ট) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই’র সূচক আগের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছে।

একইসঙ্গে এদিন টাকার পরিমাণেও লেনদেন বেড়েছে। ফলে এদিন ডিএসই’র সূচকের সঙ্গেও বাজার মূলধনে ফের নতুন রেকর্ড গড়েছে। এদিন উভয় শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ডিএসইর প্রধান ডিএসইএক্স সূচকটি ৭৬.০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৬৯৯.৩৯ পয়েন্টে। সূচকটি অতীতের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ অবস্থানে পৌঁছায়। এর আগে গত ৯ আগস্ট ডিএসইএক্স সূচকটি ৩২.০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৬২৮.১৪ পয়েন্টে। তবে ঠিক দুই কার্যদিবস পর ১২ আগস্ট সেই রেকর্ড ভেঙে ফের নতুন রেকর্ড গড়লো ডিএসইএক্স সূচক।

এর আগে গত ৫ আগস্ট ডিএসইএক্স সূচকটি ৬০.২০ পয়েন্ট বেড়ে অবস্থান নেয় ৬ হাজার ৫৯৬.০৭ পয়েন্টে। তার আগে গত ৩ আগস্ট ডিএসইএক্স সূচকটি ৫৪.৩০ পয়েন্ট বেড়ে পৌঁছে ৬ হাজার ৫৩৫ পয়েন্টে। ২ আগস্ট ডিএসইএক্স সূচক ৬ হাজার ৪৮১ পয়েন্টে অবস্থান করে রেকর্ড গড়ে। তার আগে গত ২৯ জুলাই ডিএসইএক্স সূচক ৬ হাজার ৪২৫ পয়েন্টে এবং ২৫ জুলাই ৬ হাজার ৪২৪ পয়েন্টে অবস্থান করে রেকর্ড গড়েছিল।

ডিএসইএক্স বর্তমান সূচকটি চালুর পর ২০১৭ সালের ২৬ নভেম্বর ৬ হাজার ৩৩৬ পয়েন্টে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছিল। পরে শেয়ারবাজারে দীর্ঘ মন্দার প্রভাবে সূচক আর এ অবস্থানে পৌঁছাতে পারেনি।

এদিকে, চলতি বছরের ৩০ মে ডিএসইএক্স সূচক বেড়ে ৬ হাজার পয়েন্ট অতিক্রম করে। সূচক এ অবস্থানে আসতে সময় লেগেছে ৩ বছর ২ মাস। তারপর থেকে ডিএসইর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় একের পর এক নতুন রেকর্ড গড়েই চলেছে। গত ১৮ জুলাই সূচক ৬ হাজার ৩৬৫ পয়েন্টে পৌঁছায়। পরদিন ১৯ জুলাই ৬ হাজার ৪০৫ পয়েন্টে দাঁড়ায় সূচক। এরপর একের পর এক নতুন রেকর্ড গড়েছে সূচকটি।

এদিন একইভাবে ডিএসই-৩০ সূচক ২৯.৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪২৭.৫৭ পয়েন্টে, যা ডিএসইর ইতিহাসে সূচকটির সর্বোচ্চ অবস্থান। এর আগে কখনও সূচকটি ২ হাজার ৪০০ পয়েন্ট ঘর স্পর্শ করেনি। এর আগে গত ৯ আগস্ট ডিএসই- ৩০ সূচক ১৩.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২ হাজার ৩৯৭.৬৫ পয়েন্টে।

এদিকে, ডিএসইর শরিয়াহ সূচক ১৪.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে  ১ হাজার ৪৫৯.০৩ পয়েন্টে, যা ডিএসইর ইতিহাসে সূচকটির সর্বোচ্চ অবস্থান। এর আগে গত ৯ আগস্ট শরিয়াহ সূচক বেড়ে অবস্থান করে ১ হাজার ৪৫২.১১ পয়েন্টে।

দিন শেষে ডিএসইতে ৩৭৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০৯টির, কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির। এদিন ডিএসইতে ২ হাজার ৬৬০ কোটি ৮৯ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৪৪৮ কোটি টাকা বেশি।

বৃহস্পতিবার অপর শেয়ারবাজার সিএসইর প্রধান সিএসইএক্স সূচক ১৪২.৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৭০৬.০৮ পয়েন্টে। আর সার্বিক সিএএসপিআই সূচক ২৪৪.৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৫২২.৪৯ পয়েন্টে।

এদিন, সিএসইতে ৩২৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯২টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির। দিন শেষে সিএসইতে ৮৯ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৩ কোটি টাকা বেশি।