বিমা কোম্পানি থেকে ১৫ কোটি টাকা আদায় করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত সায়হাম কটন লিমিটেড। ভবনে অগ্নিকাণ্ডের ক্ষতি হওয়ার বিমা দাবির আলোচ্য অর্থ পেয়েছে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বিমা কোম্পানি থেকে ৪২ কোটি ২ লাখ ৬৪ হাজার ১১৪ টাকা পরিশোধের অংশ হিসাবে আলোচ্য বিমা দাবির ১৫ কোটি টাকা পেয়েছে সায়হাম কটন।
২০২০ সালের ১৫ অক্টোবরের অগ্নিকাণ্ডে সায়হাম কটন ক্ষতিগ্রস্ত হয়। বিমা দাবি থেকে পাওয়া অর্থ দিয়ে কোম্পানিটি ভবনের গোডাউন পুন:নির্মাণ এবং অন্যান্য জরুরি কাজ করবে।
কোম্পানির ভবন নির্মাণের কাঁচামাল বাবদ ৫৯ কোটি ৩ লাখ ৭০ হাজার ২২১ টাকার বিমা দাবি ছিল। সায়হাম কটন শেয়ারবাজারে ২০১২ সালে তালিকাভুক্ত হয়েছে।