অর্থনীতি

বঙ্গবন্ধু শিল্পনগরে গাড়ি অ‌্যাসেম্বলিং কারখানা করবে ইফাদ অটোস

গাড়ি অ‌্যাসেম্বলিং, লুব্রিকেন্ট এবং লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পকারখানা স্থাপনের লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে ৩০ একর উন্নত জমি ইজারার চুক্তি করেছে ইফাদ অটোস লিমিটেড। প্রতিষ্ঠানটি সেখানে ৫১ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে। এতে প্রত্যক্ষভাবে প্রায় ৮৮০ লোকের কর্মসংস্থান হবে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কার্যালয়ে সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুনের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়। ইফাদ অটোস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানভির আহম্মেদ ও বেজার নির্বাহী সদস্য মো. আলী আহসান চুক্তিতে স্বাক্ষর করেন। 

অনুষ্ঠানে বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বলেন, ‘দেশে ব্যক্তিগত গাড়ি, বাণিজ্যিক যান ও মোটরসাইকেল শিল্প স্থাপনের সুযোগ তৈরি হয়েছে। শুধু বাংলাদেশের বাজার নয়, আশপাশের দেশেও গাড়ি, যন্ত্র ও যন্ত্রাংশ রপ্তানি করা যেতে পারে।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে ইতোমধ্যে প্রায় ২০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব অনুমোদিত হয়েছে। ১৩টি প্রতিষ্ঠান কারখানা নির্মাণ শুরু করেছে। আগামী ৪ মাসের মধ্যে দুটি কারখানা উৎপাদন শুরু করবে। আশা করছি, ইফাদ অটোস লিমিটেড খুব দ্রুত তাদের কারখানা নির্মাণ শুরু করবে।’

ইফাদ অটোস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানভির আহম্মেদ জানান, তারা ব্যবসা সম্প্রসারণের জন্য বঙ্গবন্ধু শিল্পনগরকে বেছে নিয়েছেন। কারণ, এখানে বিশ্বমানের পরিসেবা দেওয়া হচ্ছে। খুব দ্রুতই শিল্প কারখানা স্থাপনের কার্যক্রম শুরু করা হবে।

তিনি বলেন, ‘আমরা জমি হস্তান্তরের ১ মাসের মধ্যে মোটরসাইকেল সংযোজন ও লুব্রিকেন্ট কারখানাসহ একাধিক কারখানা নির্মাণ শুরু করব। এখানে প্রায় ৫১ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের মাধ্যমে ৮৮০ লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।’

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে দেশের প্রথম অটোমোবাইল হাব তৈরি হতে যাচ্ছে। ইতোমধ্যে সেখানে দেশের প্রথম বৈদ্যুতিক গাড়ি তৈরির কারখানা স্থাপনের কাজ শুরু করেছে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এ কারখানার কাজ অনেকটা এগিয়েছে। এ বছরের শেষ নাগাদ বাংলাদেশি ব্র্যান্ড নামে বৈদ্যুতিক গাড়ি বাজারে আনতে চায় তারা।

উল্লেখ্য, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ চট্টগ্রামের মিরসরাই ও ফেনীর সোনাগাজী উপজেলায় প্রায় ৩০ হাজার একর জমির ওপর একটি পূর্ণাঙ্গ শিল্প শহর গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। এর নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর’। এটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে মাত্র ১০ কিলোমিটার ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম থেকে মাত্র ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত। এ শিল্পনগরে বিশ্বমানের সব সুবিধা থাকবে।