কোনো ধরনের অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই অস্বাভাবিকভাবে শেয়ার দর বাড়ছে দুই কোম্পানির। কোম্পানিগুলোর পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ তথ্য জানানো হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
যেসব কোম্পানির দর মূল্য সংবেদনশীল তথ্য ছাড়া অস্বাভাবিকভাবে বাড়ছে সেগুলো হলো, মিথুন নিটিং ও মেট্রো স্পিনিং।
তথ্য মতে, বেশ কিছুদিন ধরেই দুই কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ছে। এ কারণে কোম্পানি দুটির নিকট ব্যাখ্যা চেয়ে নোটিশ দেয় ডিএসই। নোটিশের জবাবে কোম্পানিগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, দর বাড়ার কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নেই।
শেয়ার দর পর্যালোচনায় জানা গেছে, গত ২৯ জুলাই মিথুন নিটিংয়ের শেয়ার দর ছিল ১৩ টাকা। গতকাল কোম্পানিটির শেয়ার দর বেড়ে ১৯.৯০ টাকায় বেচাকেনা হয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৬.৯০ টাকা বা ৫৩ শতাংশ।
অপরদিকে, গত ২৯ জুলাই মেট্রো স্পিনিংয়ের শেয়ার দর ছিল ১৯.১০ টাকা। গতকাল কোম্পানিটির শেয়ার দর বেড়ে ৩০.২০ টাকায় লেনদেন হয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১১.১০ টাকা বা ৫৮ শতাংশ।