অর্থনীতি

ডিএসই-সিএসই’র সূচকে নতুন রেকর্ড

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসইতে সূচক সর্বোচ অবস্থানে পৌঁছে নতুন রেকর্ড গড়েছে।

এদিন ডিএসই ও সিএসইতে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। তবে ডিএসইও সিএসইতে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসই’র প্রধান ডিএসইএক্স সূচক ২৭.১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৩২৯.০৩ পয়েন্টে। ফলে ডিএসইএক্স সূচক সর্বোচ অবস্থানে পৌঁছে নতুন রেকর্ড গড়েছে। এর আগে ২৯ সেপ্টেম্বর ডিএসইএক্স সূচক ৭ হাজার ৩০২.৮৫ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

একইভাবে ডিএসই-৩০ সূচক ১৩.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৭১০.৫২ পয়েন্টে। ফলে সূচকটিও সর্বোচ অবস্থানে পৌঁছে নতুন রেকর্ড গড়েছে। এর আগে ২৯ সেপ্টেম্বর ডিএস-৩০ সূচক ২ হাজার ৬৯৬.৮৭ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

এদিকে, ডিএসইএস সূচক ৮.৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫৯২.০৯ পয়েন্টে।

দিন শেষে ডিএসইতে ৩৭৫ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৫টির, কমেছে ১৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির। ডিএসইতে এদিন ২ হাজার ৫০১ কোটি ৭ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২৩২ কোটি টাকার বেশি।

এদিকে, বৃহস্পতিবার অপর শেয়ারবাজার সিএসইর প্রধান সিএসইএক্স সূচক ৩২.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৮৩৩.২৫ পয়েন্টে। এর আগে ২৯ সেপ্টেম্বর সিএসইএক্স সূচক ১২ হাজার ৮৪৬.৬২ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

আর সার্বিক সিএএসপিআই সূচক ৫৩.৯৭ পয়ে৫ন্ট কমে অবস্থান করছে ২১ হাজার ৩৭৭.০৭ পয়েন্টে। এর আগে ২৯ সেপ্টেম্বর সিএএসপিআই সূচক ২১ হজার ৪০১.৩৮ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো। এছাড়া, সিএসআই সূচক ৮.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৭.৪৮ পয়েন্টে।

এদিন, সিএসইতে ৩১৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪০টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির। দিন শেষে সিএসইতে ১২২ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৩১ কোটি টাকা বেশি।