অর্থনীতি

‘অদক্ষ জনবলের কারণে এসএমই কোম্পানিতে ব্যয় বেশি’

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড. মিজানুর রহমান বলেছেন, ‘দেশে এসএমইতে প্রায় ১ লাখ কোম্পানি আছে। এর মধ্যে অধিকাংশ কোম্পানি মুনাফা করে। কিন্তু, তাদের আর্থিক হিসাব সঠিকভাবে করা হয় না। এছাড়া, এসএমই কোম্পানিগুলো অদক্ষ জনবলের ওপর নির্ভরশীল। এসব কারণে কোম্পানিগুলোতে অনেক বেশি ব্যয় হয়। তাই ডিএসই ও এসএমই ফাউন্ডেশনকে এসব কোম্পানির দক্ষতা বাড়াতে কাজ করতে হবে।’

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ডিএসই’র এসএমই প্ল‌্যাটফর্মে ছয় কোম্পানির লেনদেনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসইর চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসইর পরিচালক ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান মাসুদুর রহমান।

মিজানুর রহমান বলেন, ‘এসএমই কোম্পানিগুলোকে অর্থ সংস্থানের জন্য ঋণ নিতে হয়। তবে, শেয়ারবাজারে এসএমই প্ল‌্যাটফর্মের যাত্রার মাধ্যমে এসব কোম্পানি স্টক এবং ডেবট সিকিউরিটিজ ইস্যুর সুযোগ পেলো। একই সঙ্গে সুশাসন ও স্বচ্ছতায় নিশ্চিতের দায়বদ্ধতার মধ্যে চলে আসতে হবে।'

বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা ডিএসইর প্রধান কাজ, উল্লেখ করে বিএসইসির কমিশনার বলেন, ‘এসএমই কোম্পানিগুলোর তথ্য সঠিক সময়ে প্রকাশের জন্য ডিএসইর ম্যানেজমেন্টকে অনলাইন ড‌্যাশবোর্ড প্রস্তুতের জন্য আহ্বান জানাচ্ছি, যাতে কোম্পানিগুলো তাদের আর্থিক হিসাবসহ অন্যান্য বিষয় দ্রুত প্রকাশ করতে পারে।’

অনুষ্ঠানে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূইয়া বলেন, ‘ডিএসইর এসএমই প্ল‌্যাটফর্ম পূর্ণাঙ্গ রূপ পাওয়ার মধ্য দিয়ে নতুন উচ্চতায় যাবে দেশের শেয়ারবাজার।’

অনুষ্ঠানে এসএমই কোম্পানি মাস্টার ফিড অ্যাগ্রোর ব্যবস্থাপনা পরিচালক কবির আহমেদ বলেন, ‘আমাদের কোম্পানি মানসম্পন্ন পণ্য তৈরি করছে। এমনকি করোনা মহামারির মধ্যেও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে কাজ করেছে। আমরা বিনিয়োগকারীদের সর্বোচ্চ রিটার্ন দিতে চেষ্টা করব।’

ওরিজা অ্যাগ্রোর পরিচালক এম আজহার রহমান বলেন, ‘ওরিজা অ্যাগ্রোতে বিনিয়োগ করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কথা দিচ্ছি, বিনিয়োগকারীদের স্বার্থকে প্রাধান্য দেওয়া হবে।’