অর্থনীতি

‘রাজস্ব আহরণে অন্যতম বাধা মামলাজট’

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, মামলাজট রাজস্ব আহরণে অন্যতম বাধা। এ চ্যালেঞ্জ মোকাবিলা করা কঠিন। কর্মকর্তাদের ভুল অ্যাসেসমেন্টের কারণেও অনেক ক্ষেত্রে মামলার উৎপত্তি হয়। এটি যাতে না হয়, সেজন্য কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবন মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার উদযাপিত হবে জাতীয় ভ্যাট দিবস। একই দিনে শুরু হচ্ছে ভ্যাট সপ্তাহ। জনগণকে ভ্যাট দেওয়ায় উদ্বুদ্ধ করতে ২০১১ সাল থেকে ভ্যাট দিবস পালন করছে এনবিআর।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘ভ্যাট সপ্তাহ ও দিবস উদযাপনের ফলে সাধারণ জনগণের সচেতনতা বাড়বে। এতে ভোক্তারা চালান সংগ্রহে উদ্বুদ্ধ হবেন এবং ভ্যাট কর্মকর্তাদের সেবার মানসিকতা বাড়বে। সর্বোপরি, রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জিত হবে।’

রাজস্ব আদায়ের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ‘যেসব সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, তা বাস্তবায়ন হলে রাজস্ব আদায় আরও বহুগুণ বাড়বে।’

অনলাইনে ভ্যাট রিটার্ন জমার আগ্রহ বাড়ছে, জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘প্রায় ৬০ শতাংশ করদাতা অনলাইনে ভ্যাট রিটার্ন দিচ্ছেন। অটোমেশন সম্পন্ন হওয়ায় অনলাইনে রিটার্ন জমা দেওয়ার আগ্রহ আরও বাড়বে।’

তিনি বলেন, ‘খুচরা ও পাইকারি পর্যায়ে ভ্যাট আদায়ে বিপুল সম্ভাবনা আছে। কিন্তু, এ খাত থেকে ভ্যাট আদায় ঠিকমতো হচ্ছে না। এ খাত থেকে যথাযথ ভ্যাট আদায়ের জন্য আমরা নতুন একটি ফর্মুলা তৈরি করেছি। খুব শিগগিরই এ পরিকল্পনা জাতিকে জানানো হবে। এর ফলে আশা করছি, খুচরা ও পাইকারি পর্যায়ে ভ্যাট আদায়ে উল্লেখযোগ্য অগ্রগতি হবে।’

সংবাদ সম্মেলনে এনবিআরের ভ্যাট সদস্য মাসুদ সাদিক, জাকিয়া সুলতানা, আব্দুল মান্নান শিকদার, শাহীন আক্তারসহ প্রমুখ উপস্থিত ছিলেন।