প্রবাসী গ্রাহকদের আধুনিক প্রযুক্তির বিশ্বমানের ব্যাংকিং সেবা দিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে জনতা ব্যাংক লিমিটেড।
সম্প্রতি ব্যাংকের এমডি অ্যান্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ ও বাংলাদেশের নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর যৌথভাবে শাখাটির উদ্বোধন করেন।
পরে এক গ্রাহক সমাবেশে ব্যাংকের বলেন, সাম্প্রতিক সময়ে বৈশ্বিক সংকট কাটিয়ে ওঠার জন্য রেমিট্যান্স প্রবাহ বাড়াতে এবং ঘরে বসে তাৎক্ষণিক রেমিট্যান্স পাঠাতে মোবাইল অ্যাপ প্রবর্তনের উদ্যোগ নিয়েছে জনতা ব্যাংক লিমিটেড। অ্যাপটি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে, শিগগিরই এই অ্যাপটি অবমুক্ত করা হবে।
অনুষ্ঠানে জনতা ব্যাংকের ডিএমডি মে. নুরুল আলম, দুবাইয়ে বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসেনসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও প্রবাসী গ্রাহকরা উপস্থিত ছিলেন।
আমিরাতে আন্তর্জাতিক মানের আধুনিক ব্যাংকিং সেবার প্রবর্তন, জনবল বৃদ্ধি, এটিএমবুথ চালু, দ্রুত রেমিটেন্স পাঠানোর চাহিদাকে গুরুত্ব দিয়ে গত বছরের শুরুতে ওই দেশে ৪টি শাখাকে আধুনিকায়নের উদ্যোগ নেয় জনতা ব্যাংক। বিজ্ঞপ্তি।