ঝুঁকি ব্যবস্থাপনা, মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধের লক্ষ্যে এনআরবিসি ব্যাংকের বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ ডিসেম্বর) ভার্চুয়াল এ সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম আউলিয়া।
মুখ্য আলোচক ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক, ক্যামেলকো ও সিআরও কবীর আহমেদ। উপস্থিত ছিলেন—অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. তালহা, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও হারুনুর রশিদ।
অন্যান্য আলোচকদের মধ্যে ছিলেন—ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান সিরাজুল আমিন আহমেদ, ইন্টারন্যাশনাল বিভাগের প্রধান ও ডেপুটি ক্যামেলকো মো. আবু মোশাহীদ, এএমএল ও সিএফটি বিভাগের মো. লিমন শিকদার। ভার্চুয়াল এ সম্মেলনে ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা যুক্ত ছিলেন।
এনআরবিসি ব্যাংকের সেবাকেন্দ্রেগুলোতে বর্তমানে কর্মকর্তা ও কর্মচারী ৫ হাজার ৯২৬ জন। তাদের মধ্যে স্থায়ী ২ হাজার ১০০ জন এবং চুক্তিভিত্তিক জনবল ১ হাজার ৬১৯ জন। সিকিউরিটি গার্ড এবং সাপোর্ট স্টাফ ২ হাজার ২০৭ জন। কর্মকর্তা-কর্মচারীদের প্রায় ৩৬ শতাংশই নারী। নারীদের অংশগ্রহণমূলক নেতৃত্ব নিশ্চিত করছে এনআরবিসি ব্যাংক।