অর্থনীতি

মার্সেল-যায়যায়দিন বিশ্বকাপ ফুটবল কুইজের ড্র

কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবল-২০২২ উপলক্ষে খ্যাতনামা প্রতিষ্ঠান মার্সেলের পৃষ্ঠপোষকতায় দেশের শীর্ষস্থানীয় দৈনিক যায়যায়দিন কুইজ প্রতিযোগিতার আয়োজন করে।শনিবার (২১ জানুয়ারি) রাজধানীর এইচআরসি মিডিয়া ভবনে কুইজের ড্র হয়।

ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—মার্সেলের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মো. মোস্তাফিজুর রহমান, সিনিয়র প্রিন্সিপাল অফিসার (মার্কেটিং) মোহাম্মদ পারভেজ, যায়যায়দিনের সহকারী সম্পাদক সালাম সালেহ উদদীন, ভারপ্রাপ্ত চিফ রিপোর্টার হাসান মোল্লা, সিনিয়র সাংবাদিক সাখাওয়াত হোসেন, যায়যায়দিনের ব্যবস্থাপক মো. নুরুল হক, সার্কুলেশন মানেজার মো. বিল্লাল হোসেন, সহকারী ব্যবস্থাপক (হিসাব) মো. রইস উদ্দিনসহ প্রতিযোগীরা।

যায়যায়দিনের হেড অব মার্কেটিং ইব্রাহীম খলিল স্বপনের উপস্থাপনায় প্রাণবন্ত হয়ে ওঠে ড্র অনুষ্ঠান। সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে একে একে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

ড্র অনুষ্ঠানে জানানো হয়, পরবর্তী সময়ে আরও একটি অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। ওই অনুষ্ঠানের দিনক্ষণ পুরস্কার বিজয়ীদের জানিয়ে দেওয়া হবে।

নিচে পুরস্কার বিজয়ীদের নাম-ঠিকানা এবং মোবাইল নাম্বার দেওয়া হলো—