অর্থ ফেরত দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিংয়ের আমাতনকারীরা। রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে মঙ্গলবার (২১ মার্চ) পিপলস লিজিং কার্যালয়ের সামনে তারা এই মানববন্ধন করে।
মানবন্ধনে আমানতকারীরা বলেন, পিপলস লিজিংয়ের বোর্ড দুই বছরেও আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার উদ্যোগ নেয়নি। আমানতকারীদের কারণে কোম্পানি বন্ধ হয়নি। এটি বন্ধ হওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক কোনোভাবেই দায় এড়াতে পারবে না।
তারা আরও বলেন, বোর্ড প্রতি মাসে ৫০ হাজার টাকা করে সম্মানী নেন। পিপলস লিজিং সম্পদ ক্রোক করেনি, খেলাপিদের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বোর্ড মাসে তিনটা করে মিটিং করে। সেখানে আলোচনায় আসে, কিভাবে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-বোনাস বাড়ানো যায়। অথচ, আমানতকারীদের অবস্থা খুবই করুণ। তারা পথে পথে ঘুরছেন।
বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপে পিপলস লিজিং অবসায়ন হওয়ার প্রায় চার বছর পরও টাকা ফেরত পাননি আমানতকারীরা। এজন্য তারা বোর্ডের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে পিকে হালদারসহ আর্থিক অনিয়মে জড়িতদের শাস্তির দাবি জানান আমানতকারীরা।