চট্টগ্রামের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদেরকে সহজ শর্তে ঋণ দেওয়ার লক্ষ্যে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এবং চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
সম্প্রতি চট্টগ্রামের আগ্রাবাদে চেম্বার হাইজ ভবনে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারিক মোর্শেদ এবং সিসিসিআই’র পক্ষে সংগঠনটির সভাপতি মাহবুবুল আলম (সিআইপি) সমঝোতা স্মারকে সই করেন।
এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীসহ বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক এবং চট্টগ্রাম চেম্বারের দায়িত্বশীল উচ্চপদস্থ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।