অর্থনীতি

সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো ‘এম ৩৬০ আইসিটি’

মালদ্বীপে অনুষ্ঠিত বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৩ অ্যাওয়ার্ড পেয়েছে ‘এম ৩৬০ আইসিটি’। ট্রাভেল ও ট্যুরিজম সেক্টরে বিশেষ অবদানের জন্য এ সম্মাননা দেওয়া হয়।

কোম্পানির পক্ষ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন প্রতিষ্ঠানটির সিইও ফাহিম শাহরিয়ার।  

উল্লেখ্য, ‘ট্রাবিল’ একটি পরিপূর্ণ ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সফটওয়্যার। এ সফটওয়্যারটি গত বছর বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড-২০২২ এ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন, কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড হওয়াসহ দেশ-বিদেশ থেকে একাধিক সম্মাননা অর্জন করেছে। 

সফটওয়্যারটি বাংলাদেশসহ আরও ১২টি দেশে সফলভাবে পরিচালিত হচ্ছে। বিশ্বের যে কোনো জায়গা থেকে মোবাইল অথবা কম্পিউটার ডিভাইস দিয়ে অনলাইনে সফটওয়্যারটি পরিচালনা করা যায়।