দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৪ থেকে ২৮ ডিসেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি লিবরা ইনফিউশন লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।
ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে লিবরা ইনফিউশন লিমিটেডের শেয়ারের ক্লোজিং দাম ছিল ১৪৫৭.২০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৯২০.৭০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৫৩৬.৫০ টাকা বা ৩৬.৮২ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠেছে।
ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে জেমিনি সি ফুডসের ৩৬.৫৮ শতাংশ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার ১৯.৬০ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকস ইন্ডাস্ট্রিজের ১৩.০৮ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ১২.৫৬ শতাংশ, আনলিমা ইয়ার্নেও ১১.৯৪ শতাংশ, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ১১.১১ শতাংশ, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ৯.৭৩ শতাংশ, বিচ হ্যাচারির ৯.০০ শতাংশ এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডেও ৮.৭০ শতাংশ শেয়ারের দাম কমেছে।