অর্থনীতি

পদত্যাগ করবেন বেক্সিমকো ফার্মার এমডি নাজমুল হাসান পাপন

পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাজমুল হাসান পাপন তার পদ থেকে শিগগিরই পদত্যাগ করবেন। বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদে যোগদানের কারণে নিয়ম অনুযায়ী তাকে এই পদ থেকে সরে যেতে হচ্ছে।

রোববার (১৪ জানুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ঘোষণা করেছে, নাজমুল হাসান পাপন তার পদ থেকে অবিলম্বে পদত্যাগ করবেন। গত ৭ জানুয়ারি দেশের দ্বদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংসদ সদস্য নাজমুল হাসানকে মন্ত্রী হিসাবে নবগঠিত মন্ত্রিসভায় যোগদানের জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাজমুল হাসান পাপন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রসঙ্গত,  কিশোরগঞ্জ-৬ আসন থেকে নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান।